বাংলাদেশ নৌবাহিনী দেশের প্রতিরক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ বাহিনী। দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল জনবল নিয়োগে এবার বি-২০২৫ ব্যাচে ‘ডাইরেক্ট এন্ট্রি সেইলরস ফর ডকইয়ার্ডস’ পদে বিভিন্ন শাখায় নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মে ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান তথ্যসমূহ:
নিয়োগকারী সংস্থা: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচ: বি-২০২৫ ব্যাচ
পদ: ডাইরেক্ট এন্ট্রি সেইলরস (ডকইয়ার্ডস)
আবেদনের শেষ তারিখ: ১৪ মে ২০২৫
আবেদন মাধ্যম: joinnavy.navy.mil.bd
শাখা | পদ | ট্রেড | সংখ্যা |
---|---|---|---|
ইঞ্জিনিয়ারিং | ডিই/ইএমই-২ |
ক. ডিজেল মেকানিক খ. মেকানিক গ. ইলেকট্রিক্যাল ওয়ারিং এন্ড কন্ট্রোলিং ঘ. ওয়েল্ডিং ও গ্যাস কাটিং মিক্স |
৫ জন |
শিপরক্ষণ | ডিই/ইএমই-২ | ওয়েল্ডিং ও গ্যাস কাটিং মিক্স | ৬ জন |
ওয়ার্ডন | ডিই/ইএমই-২ (জেনারেল) | মেকানিক | ১ জন |
ইলেকট্রিশিয়ান | ডিই/ইএমই-২ | জেনারেল ইলেকট্রিশিয়ান | ১০ জন |
রেডিও ইলেকট্রিশিয়ান | ডিই/ইএমই-২ | জেনারেল ইলেকট্রিশিয়ান | ৫ জন |
যোগ্যতা ও শর্তাবলি:
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সরকার অনুমোদিত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ৬ মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সাঁতার জানা: অবশ্যই জানতে হবে।
বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখে ১৭ থেকে ২৫ বছর।
বৈবাহিক অবস্থা: বিবাহিত এবং অবিবাহিত – উভয়ের জন্য প্রযোজ্য।
শারীরিক যোগ্যতা:
- পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
- নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।
আবেদনের নিয়ম ও ফি:
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অনলাইনে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে।
আবেদন ফি: ৩০০ টাকা (মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানযোগ্য)।
বাংলাদেশ নৌবাহিনী-তে যুক্ত হয়ে আপনি পাবেন পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ, আধুনিক প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার সম্মানজনক দায়িত্ব পালনের সুযোগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি এক অনন্য সুযোগ যারা প্রযুক্তিনির্ভর ট্রেডে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী।