মৌসুমী অভিনয়ে ফিরছেন না, যুক্তরাষ্ট্রে কাটছে সময়


বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এখন রয়েছেন অভিনয় থেকে অনেক দূরে। ২০২৩ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নায়িকা। সেই থেকে নিউ জার্সিতে মেয়ে ও অসুস্থ মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকা মৌসুমী আপাতত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনায় নেই বলে জানিয়েছেন তার স্বামী ওমর সানি।

ওমর সানির ভাষায়, “মৌসুমী এখনই ফিরছেন না। আমার শাশুড়ির শরীরটা ভালো না, উনাকে সময় দিচ্ছে। আর মেয়ে ফাইজা পড়াশোনা করছে যুক্তরাষ্ট্রে—সেখানে একা থাকতে পারে না। তাই পরিবারের জন্য ওর থাকা দরকার।”

শুধু দূরত্ব নয়, মানসিকভাবেও অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মৌসুমী। সানি আরও জানান, “সে আমাকে বলেছে, ‘আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম’। এই কথাটা সত্যিই কষ্টের। একজন সফল ও প্রতিষ্ঠিত নায়িকার এভাবে সরে যাওয়া দুঃখজনক।”

৯০ দশকের সুপারহিট জুটি মৌসুমী-সালমান শাহ থেকে শুরু করে বহু হিট সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। তার অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দোলা’, ‘প্রিয় তুমি’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য ছবি আজও দর্শকের মনে গেঁথে আছে। অভিনয়ের পাশাপাশি তিনি গান, পরিচালনা ও প্রযোজনাতেও সাফল্যের ছাপ রেখেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সত্ত্বেও মৌসুমী পুরোপুরি শোবিজ থেকে বিচ্ছিন্ন নন। সম্প্রতি ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল’–এ গান পরিবেশন করতে দেখা গেছে তাকে।

অন্যদিকে, ওমর সানিও এখন অভিনয়ের চেয়ে ব্যবসায় বেশি মনোযোগী। একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন তিনি। যদিও অভিনয়ে প্রস্তাব পান, কিন্তু নিজের ব্যক্তিত্বের সঙ্গে না মেলা কারণে অনেক কাজ ফিরিয়ে দেন।

১৯৯৫ সালে ভালোবেসে বিয়ে করেন মৌসুমী ও ওমর সানি। ‘দোলা’ সিনেমা থেকে শুরু করে বহু চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে আজকের বাস্তবতায় ক্যামেরার পেছনে থাকা তাদের কাছে বেশি শান্তির বলে মনে হয়।

মৌসুমীর অনুপস্থিতি অনেক দর্শকের মন খারাপ করে দিয়েছে ঠিকই, তবে তার এই বিরতি প্রমাণ করে—জীবনের সবচেয়ে বড় স্ক্রিপ্ট হয়তো পরিবারই। অভিনয় না করলেও, মৌসুমী আজও বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের মনে উজ্জ্বল এক নাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন