সিলেট জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুবর্ণা সরকার, উপপরিচালক, স্থানীয় সরকার, সিলেট। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. রাকিবুল আলম।
এ সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ, পিছিয়ে থাকা ইউনিয়নের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন গ্রাম আদালত প্রকল্পের সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
সভায় সভাপতির বক্তব্যে সুবর্ণা সরকার বলেন, উচ্চ আদালতে মামলার চাপ কমাতে এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সহজ, দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—৩য় পর্যায় প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণকে অধিকতর সেবা দিতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, অনেক মানুষ এখনো গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানেন না। প্রান্তিক জনগোষ্ঠীকে ছোটখাটো বিরোধ নিয়ে গ্রাম আদালতে আসতে উৎসাহিত করতে হবে। এতে উচ্চ আদালতের মামলার চাপ কমবে। পাশাপাশি গ্রাম আদালত আইন ও বিধিমালা অনুযায়ী মামলার নথি ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
অপর বিশেষ অতিথি শাহীনা আক্তার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেট বলেন, গ্রাম আদালত সেবা সম্পর্কে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
