সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বুধবার ( ১৯ নভেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে মোবাইল বাজার, শোরুম ও বিক্রয়কেন্দ্র বন্ধ থাকবে। তারা বলেন, আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ থেকে পিয়াসকে নিয়ে যায় ডিবি এ অভিযোগ করেছেন তার স্ত্রী সুমাইয়া চৌধুরী। তিনি জানান, রাত ৩টার দিকে বাসায় গিয়ে পিয়াসকে ডিবি সদস্যরা তুলে নিয়ে যায় এবং তার মোবাইল ফোন জব্দ করে।
সংগঠনের দাবি, তাদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা পিয়াসের হঠাৎ গ্রেপ্তার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক তৈরি করেছে। তারা দ্রুত তার মুক্তি এবং ঘটনার বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, পিয়াসকে ফিরিয়ে না দিলে তারা দেশব্যাপী আরো কঠোর কর্মসূচি দিতেও বাধ্য হবেন।
