সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাদাঘাট বাজারে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ গণমিছিল বের হয়। খণ্ড খণ্ড মিছিল বাদাঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে বাদাঘাট মেইন রোডে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পুরো মিছিলজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর ছিল অংশগ্রহণকারীরা।
তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান। বক্তারা বলেন, “জনগণের সমর্থনই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান শক্তি।”
সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা উপস্থিত নেতাকর্মীদের মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
