শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্বে আলোচ্য বিষয়সমূহের ওপর স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সাদিক আহমদ রুবেল।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, সদস্য সেলিম আহমদ, সজীব উদ্দিন, আলী হোসেন, রাকিব হোসাইন, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ, মইনুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহানুর সাহান, ছাত্রকল্যাণ সম্পাদক সাদিকুর রহমান তানিম, উপআইনবিষয়ক সম্পাদক তারেক-অর-রশীদ, এবং সদস্য আমিনুল হক আরিফ।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন আফজল হোসেন ইমন, জুবের আহমদ, মোস্তাফিজুর রহমান, আক্তারুজ্জামান, আশরাফুল ইসলাম মাহদী, আছরার আহমদ শিমুল, লুৎফুর রহমান, এম.এ.জি পারভেজ, নিধু বিশ্বাস, নাবিল, সাদিক, জাহেদ, রায়হান আহমদ, অপূর্ব দাস, আবু বক্কর, ও হুমায়ুন রশীদ প্রমুখ।
সভার শেষাংশে সদস্য ফরম বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
