বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার ২৬তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ইসলামী ছাত্র সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ২৬তম বৃত্তি পরীক্ষা গত শনিবার (৮ নভেম্বর) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার মোট ৭০৯ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

বৃত্তি পরীক্ষা ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, এবং ৪২টি প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় ।

পরীক্ষার সুষ্ঠুতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহা. লুৎফর রহমান এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিন ড. রইছ উদ্দিন।

এ সময় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, হলিয়ারপাড়া মাদরাসার অধ্যক্ষ ড. মইনুল ইসলাম পারভেজ, সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সংস্থার সভাপতি মো. আজাদুল ইসলাম এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাইদুল ইসলাম।

উল্লেখ্য ইসলামী ছাত্র সংস্থা নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। সংগঠনটির দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন