সিলেট–জকিগঞ্জ সড়কের ভরণ এলাকায় সোমবার (১০ নভেম্বর) বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
নিহত শিশুর নাম রাইয়ান আহমদ (১০)। সে জকিগঞ্জের কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং মুমিনপুর গ্রামের মো. আব্দুস সালামের পুত্র। সোমবার বেলা আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির পাশে ঘটে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাইয়ান হঠাৎ রাস্তায় উঠে পড়লে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়লে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
নিহতের পরিবার জানায়, তারা ময়নাতদন্ত ছাড়াই রাইয়ানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, অবৈধ টমটম চলাচল ও অতিরিক্ত গতির কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।