বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দুর্বলতা ও প্রতিহিংসার জায়গা থেকে রাজনীতি হয় না; রাজনীতি বড় মনের মানুষের কাজ। দল ও দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এখন আর পকেট কমিটির সুযোগ নেই—নোংরা রাজনীতি পরিহার করে পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর কারিকোনা গ্রামের বাড়িতে উপজেলা, পৌর ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, অভিভক্ত বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মনির মিয়া প্রমুখ।
যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় আরও বক্তব্য দেন হারিছ আলী, কয়েস মিয়া, সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তকলিছ আলী, মতছির আলী, কামরুল ইসলাম বাদশা, আমির আলী, মুসলিম আলী, আব্দুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, লায়েক আহমদ মেম্বার, জুমুর সুলতানা, সজিব, আক্তার হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলী, আফতাব আহমদ, সাজ্জাদ আলী শিপলু, রিৎু আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শানুর মিয়া।
