জকিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


জকিগঞ্জ প্রতিনিধি

রবি মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসন ও বীজবাণিজ্য কমিটির আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. মাহবুবুর রহমান।

কর্মসূচির আওতায় ৪৬০ জন বোরো উফশী ধান চাষিকে জনপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৩৫০ জন হাইব্রিড ধান চাষিকে জনপ্রতি ২ কেজি বীজ প্রদান করা হয়। সরকারি এ কৃষি সহায়তা আসন্ন মৌসুমে ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন