সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শিব্বির আহমদ বলেছেন, নির্বাচিত হতে পারলে জকিগঞ্জের সার্বিক উন্নয়নে আমূল পরিবর্তন আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, জেলা সদর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা হিসেবে জকিগঞ্জ এখনো উন্নত যোগাযোগসুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থার উন্নয়নে প্রয়োজনে জকিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
বেকার যুবসমাজের সমস্যা নিরসনে তিনি বলেন, সরকারি সহায়তায় কলকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং এলাকার অর্থনীতি আরও গতিশীল হয়ে ওঠে।
আইন–শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শিব্বির আহমদ জানান, আধুনিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অপরাধ দমন ও নিরপরাধ মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হলেও সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন—সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ যদি আস্থা ও সমর্থন দেন, তবে জকিগঞ্জ–কানাইঘাট অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন অধ্যায় সূচিত হবে।
