জকিগঞ্জে ফুলতলী ছাহেবের মাজার জিয়ারতে এনসিপির কেন্দ্রীয় নেতা এহতেশাম হক


জকিগঞ্জ প্রতিনিধি 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক বৃহস্পতিবার দুপুরে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.)–এর মাজার জিয়ারত করেছেন। তিনি মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে দেশের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করেন।

জিয়ারতকালে এহতেশাম হকের সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশসহ সিলেট ও মৌলভীবাজার জেলা এনসিপির নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জিয়ারত শেষে তারা স্থানীয় কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময়ও করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন