৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেলেন গোয়াইনঘাটের আব্দুর রউফ


গোয়াইনঘাট প্রতিনিধি 

সদ্য প্রকাশিত ৪৫তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে প্রথমবারেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন সিলেটের গোয়াইনঘাটের তরুণ মেধাবী আব্দুর রউফ কাজল।

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাঙ্গাইল (শেখপুর) গ্রামের বাসিন্দা মো. রইছ উদ্দিন ও মোছা. হাসনা বেগমের সন্তান তিনি। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক শেষ করেন ২০১৪ সালে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চশিক্ষা নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।

পরিবার, শিক্ষক এবং সমাজের ইতিবাচক অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে তিনি রাজনীতি ও বাহুল্যতা থেকে দূরে থেকে নিজের লক্ষ্যেই স্থির ছিলেন—ফলও পেয়েছেন হাতে-নাতে। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে; বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এ প্রসঙ্গে আব্দুর রউফ কাজল বলেন,

“আমি ভোগে নয়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে চাই। আমার এই অর্জন আমি উৎসর্গ করছি আমার মা-বাবা ও সম্মানিত শিক্ষকদের। পাশাপাশি আত্মীয়স্বজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যত পথচলার জন্য সবার দোয়া কামনা করছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন