জকিগঞ্জে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ


জকিগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ২০২৪–২৫ অর্থবছরের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় জকিগঞ্জে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও) এর উদ্যোগে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচডিও-এর নির্বাহী পরিচালক মো. মনসুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সমাজসেবা অফিসের কর্মকর্তা দয়াল চন্দ্র বর্ম্মন, এসডিএস-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ এবং জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, “অসহায় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গাভী বিতরণ একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে ঘরে বসেই আয় বৃদ্ধির পথ তৈরি হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এবারের কর্মসূচির অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের ৬ জন উপকারভোগী নারীর মাঝে ৬টি গাভী বিতরণ করা হয়। পাশাপাশি গাভী পালন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ভ্যাকসিন দেওয়া হয়।

গাভী পেয়ে উপকারভোগী নারীরা এনজিও ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন