জকিগঞ্জ পৌর এলাকায় দুটি উন্নয়ন প্রকল্পে ই-টেন্ডার আহ্বান


জকিগঞ্জ পৌরসভা এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজের জন্য ই-টেন্ডার আহ্বান করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌর এলাকায় চলাচল ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে জানা গেছে।

যে সব স্থানে উন্নয়ন কাজ হবে :
১) এলজিইডি রোডের পিরেরচক এলাকার অংশ থেকে বক্স আলী মোকাম পর্যন্ত আধুনিক মানের নতুন পাকা পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে নির্মাণ হবে।

প্রত্যাশিত পরিবর্তন:
  • পথচারীদের নিরাপদ ও ঝামেলাবিহীন চলাচল নিশ্চিত হবে।
  • কাদা–পানি সমস্যা কমবে, বর্ষায়ও সহজে চলাচল সম্ভব হবে।
  • শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী–শিশুর জন্য পথ আরও নিরাপদ হবে।
২) পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাদ্য গুদাম থেকে পঙ্গবট প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পুরো সড়কটি আরসিসি দিয়ে উন্নয়ন করা হবে।

প্রত্যাশিত পরিবর্তন:
  • ভাঙাচোরা রাস্তার সমস্যা দূর হবে এবং যান চলাচল সহজ হবে।
  • স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ হবে।
  • এলাকায় একটি স্থায়ী ও টেকসই সড়ক অবকাঠামো তৈরি হবে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, “জকিগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও নগর সেবার মান বাড়াতে আমরা ধাপে ধাপে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। এই দুটি সড়ক উন্নয়ন হলে পুরো এলাকাবাসী উপকৃত হবে এবং পৌরসভার সার্বিক অবকাঠামো আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে কাজ শুরু করা হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন