মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধি 

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতা, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোক্তার হোসেন। পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এতে উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পরে হাফেজ মাওলানা তাজুল ইসলামের নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন