পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ১১ পদে চাকরির সুযোগ

 

পরিবেশ মন্ত্রণালয়ে নিয়োগ ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি ভিন্ন পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)

পদসংখ্যা : ৭

বেতন স্কেল : ১১,০০০–২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

দক্ষতা : ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে।

টাইপের গতি :

সাঁটলিপিতে বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ প্রতি মিনিট।

কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ প্রতি মিনিট ।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা : ২

বেতন স্কেল : ৯,৩০০–২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের সনদ থাকতে হবে।

দক্ষতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় পারদর্শী হতে হবে।

টাইপের গতি: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে অন্তত ২০ শব্দ।

৩. অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা : ২

বেতন স্কেল : ৮,২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান।

• বয়সসীমা ও শর্তাবলি

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বিভাগীয় প্রার্থীদের জন্য প্রথম ও দ্বিতীয় পদে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অনাপত্তিপত্র (NOC) প্রয়োজন। আবেদনপত্রে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।

• পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া :

সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। কোনো পরীক্ষার জন্য টিএ/ডিএ প্রদান করা হবে না। একই সঙ্গে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

• আবেদন প্রক্রিয়া :

অনলাইনে আবেদন করতে হবে http://moefcc.teletalk.com.bd ওয়েবসাইটে।

আবেদনকালে প্রার্থীদের ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য তথ্য এসএমএস এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় সঙ্গে আনতে হবে। আবেদন ও ফি সংক্রান্ত কোনো সমস্যায় টেলিটক হেল্পলাইন ১২১ অথবা মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের তারিখ :

• অনলাইন আবেদন শুরু: ১০ নভেম্বর ২০২৫ সকাল ১০টা

• আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন