ফ্যাসিস্ট সরকার দেশ থেকে গেলেও ষড়যন্ত্র থেমে যায়নি: আবরার ইলিয়াস

বিশ্বনাথ প্রতিনিধি:

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বেগম তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব বলেছেন, “ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে তারা আমাদের কখনো হ্রাস করতে পারবে না।”


শুক্রবার (৮ নভেম্বর) কামালপুর গ্রামের মরহুম হাজী আছদ্দর আলী সাহেবের বাড়িতে বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহসিনা রুশদীর লুনার সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “আমার মা, বেগম তাহসিনা রুশদী লুনা, ধানের শীষে মনোনয়নপ্রাপ্ত হয়ে দুই উপজেলার লাখ লাখ মানুষের দায়িত্বে দাঁড়িয়েছেন। তিনি জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করেছে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকাবাসী যেন বিএনপি ও ধানের শীষের সঙ্গে ঐক্যবদ্ধ থাকে। আগামী নির্বাচনের মাত্র ৯০ দিন সময় আছে, প্রতিটি এলাকায় গিয়ে ভোট সংগ্রহ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে।”


সভায় ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি শেখ আব্দুস সামাদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, এবং যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি মো: জামাল মিয়া। সভায় যৌথ পরিচালনায় ছিলেন বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরশ আলী ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সায়েদুর রহমান সায়েদ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমানীনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান, অলংকারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রব, কামালপুর গ্রামের প্রবীণ মুরব্বি সোনা মিয়া, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন, পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খয়ের, সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক এম.এ গণি, যুগ্ম আহবায়ক বিলাল মিয়া, সদস্য তাজেক উদ্দিন, সুহেল মিয়া, হেলাল আহমদ, শ্রমিকদল নেতা আনসার আলী, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমদ ও ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরীফ উদ্দিন।

সভা শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ কারী এনামুল হক। এসময় স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন