এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি বেগম খালেদা জিয়া

 

এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি বেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি দেখা দিয়েছে। হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে তাকে সোমবার রাত (২৪ নভেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
‎রোববার রাত (২৩ নভেম্বর) হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার চিকিৎসা শুরু থেকেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে। বোর্ডের সদস্যরা জানিয়েছেন, তার বুকে সংক্রমণ দেখা দিয়েছে এবং হার্টের পূর্বের সমস্যা সঙ্গে সঙ্গে ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। ভর্তি হওয়ার পর তৎক্ষণাৎ পরীক্ষা-নিরীক্ষার পর অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
‎খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসন দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার সেবার জন্য সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
‎উল্লেখ্য, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখান থেকে ১১৭ দিন পর ৬ মে দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন