অস্ত্র আইন ম্যানুয়েল এর ৭৫ নম্বর অনুচ্ছেদ এবং ‘অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০২৫’-এর নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির আলোকে জকিগঞ্জ উপজেলার লাইসেন্সধারীদের জন্য ৩ দিনব্যাপী বিশেষ নবায়ন কার্যক্রম ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান— আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসে রাইফেল, বন্দুক ও শর্টগান–এর লাইসেন্স নবায়ন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসি ল্যান্ড কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে লাইসেন্সধারীরা নবায়ন কার্য সম্পন্ন করতে পারবেন।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি অনুসারে—
- বন্দুক/শর্টগান/রাইফেল লাইসেন্সের নবায়ন ফি ১০,০০০ টাকা,
- পিস্তল/রিভলবার লাইসেন্সের নবায়ন ফি ২০,০০০ টাকা।
ফি জমা দিতে হবে কোড ১-২২১১-০০০০-১৮৫৯–এ সরকারি চালানের মাধ্যমে। এছাড়া ১৫% ভ্যাট ও ১০% আয়কর অনলাইনে সংশ্লিষ্ট কোডে জমা দিতে হবে। নবায়নের সময় চালানের মূল কপি, লাইসেন্স বই ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) জকিগঞ্জের সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করার আহবান জানিয়েছেন।
