জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে স্বনামধন্য চিকিৎসক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডা. বিভাকর দেশমুখ্যের বাড়িতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুজন অজ্ঞাত লোক বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ডা. বিভাকর দেশমুখ্য জানান, ঘটনার সময় তিনি শরিফগঞ্জ বাজারে তাঁর চেম্বারে ছিলেন। বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় সন্ধ্যায় তার স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গে দুইজন লোক ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও বড় মেয়ের গলা চেপে ধরে ভয়ভীতি দেখায়। ডাকাতরা ঘর তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২-৩ভরি সোনা ও রুপার অলংকার লুট করে।
আরও পড়ুন : জকিগঞ্জে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন ২৮–৩০ ডিসেম্বর
তিনি আরও জানান, পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তার ছোট মেয়ে আচমকা জেগে উঠে “প্রাইভেট টিউটর এসেছে কি?”—এমন প্রশ্ন করলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাড়িতে পৌঁছেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
পরে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ডাকাতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
