![]() |
| ছবি : ক্রিকইনফো |
টানটান উত্তেজনায় ভরা এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে শ্বাসরুদ্ধকরভাবে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচটি নির্ধারিত হয় শেষ মুহূর্তের ভুল, রানের চাপ এবং বোলারদের ক্ষুরধার দক্ষতায়।
টসে হেরে ব্যাটিং শুরু করেও বাংলাদেশের ওপেনার জিসান আলম ও হাবিবুর রহমান সোহান এক মজবুত ভিত্তি স্থাপন করেন। ৪৩ রানের ওপেনিং পার্টনারশিপের পর দ্রুত কয়েকটি উইকেট পড়লেও সোহানের অর্ধশতকের ইনিংস রানচক্র সচল রাখে। শেষদিকে, মেহেরব হোসেনের বিধ্বংসী ব্যাটিং দলের সংগ্রহকে আরও সমৃদ্ধ করে। তিনি মাত্র ১৮ বলে ৪৮ রানের এক তড়িৎ ইনিংস খেলেন। ইয়াসির আলী চৌধুরীর সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ অবদানে বাংলাদেশ থামে ১৯৪ রানে।
ভারতের হয়ে গুজরাপনীত সিং দুটি উইকেট দখল করেন। হার্শ দুবে, সুয়াশ শর্মা, রামানদ্বীপ সিং এবং নামান ধীর একটি করে উইকেট পান।
ভারতের পাল্টা লড়াই ও সমতার টান
জবাবে, ভারতের দুই ওপেনার বৈভব সূর্যবংশী (৩৮) ও প্রিয়ানশ আরিয়া (৪৪) দ্রুত রান তুলে পালটা আক্রমণ শুরু করেন। তবে, নিয়মিত বিরতিতে বাংলাদেশের বোলাররা উইকেট তুলে নিলেও ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকে। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। রাকিবুল হাসানের ওভারে ভারত ১ বল হাতে রেখেও প্রয়োজনীয় রান সংগ্রহে ব্যর্থ হয়। তবে, শেষ বলে অধিনায়ক আকবর আলীর ভুল সিদ্ধান্তের কারণে অতিরিক্ত ৩ রান তুলে ম্যাচটি সমতায় নিয়ে যায় ভারত।
বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান ও আবু হায়দার রনি দুটি করে উইকেট নেন। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন পান একটি করে উইকেট।
সুপার ওভারে বাংলাদেশের বোলারদের ঝলক
টাইব্রেকারে ভারতের ইনিংস শুরুতেই বিপর্যস্ত হয়। রিপন মন্ডলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান জিতেশ শর্মা। পরের বলেই আশুতোষ শর্মা ক্যাচ দিলে মাত্র দুই ডেলিভারিতেই শূন্য রানে অলআউট হয়ে যায় ভারত।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। প্রথম বলেই ইয়াসির আলী চৌধুরী আউট হলেও, দ্বিতীয় বলটি ওয়াইড হওয়ায় কোনো রান না তুলেই জয়ের পথ পেয়ে যায় বাংলাদেশ 'এ' দল। অপর প্রান্তে থাকা আকবর আলীকে ব্যাট করতে হয়নি।
এই নাটকীয় জয়ে বাংলাদেশ 'এ' দল এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করল।
