মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজারে বাংলাদেশ পরিবেশ, পরিক্রমা ও মানবাধিকার সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা, মানবাধিকার সুরক্ষা ও নৈতিক সাংবাদিকতা বিস্তারের অঙ্গীকার নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা এতে অংশ নেন।


মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আশাহিদ আলী আশা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।


বক্তারা বলেন, সিলেটের নদী, পাহাড়, বন ও জলাভূমি অবৈধ দখল, বালু উত্তোলন, বন উজাড়, পাহাড় কাটা ও দূষণের ফলে হুমকির মুখে। পরিবেশ ধ্বংস হলে মানুষের অস্তিত্বও ঝুঁকির মধ্যে পড়বে—এ কথা উল্লেখ করে তারা পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


মানবাধিকারের বিষয়ে বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, সহিংসতা, ভূমি-সংক্রান্ত বিরোধ ও বিচারবহির্ভূত কর্মকাণ্ড এখনও অধিকার লঙ্ঘনের বড় উদাহরণ। দুর্বল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার পক্ষে সত্য তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন তারা।


সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. জিয়াউল ইসলাম মুহিত, যুগ্ম সিনিয়র সভাপতি মো. আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি শাহ এস এম ফরিদ, সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, সহ-সভাপতি আলেক আহমদ, সহ-সভাপতি আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা. বদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মো. মোস্তফিজুর রহমান বকুল, দপ্তর সম্পাদক মো. আব্দুল জলিল, সহ-দপ্তর সম্পাদক ফজলে রাব্বি খান, মহিলা ও শিশু সম্পাদক আজিজুন নাহার রেবা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমদ, সহকারী তথ্য সম্পাদক মো. আমিনুল হকসহ কার্যকরী সদস্যরা।


এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জাকারিয়া ইমন ও অন্যান্য অতিথিবৃন্দ।


সভায় সংগঠনকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে মতামত তুলে ধরা হয়। পরিবেশ বিপর্যয় রোধে সামাজিক উদ্যোগ, মানবাধিকার রক্ষায় তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ক গঠন, তরুণ সাংবাদিকদের সম্পৃক্তকরণ এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।


আগামী ডিসেম্বরের শেষ দিকে “গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সিলেট বিভাগের প্রতিটি জেলা কমিটি দ্রুত গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন