নিজ বাসার ছাদে খুন হলেন দক্ষিণ সুরমা আ'লীগ নেতা আবদুর রাজ্জাক


দক্ষিণ সুরমা প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যবর্তী কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও সালিস ব্যক্তিত্ব মরহুম হাজী মৌলুল হোসেনের ছেলে। তিনি এলাকায় একজন জনপ্রিয় ও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবারও ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে গিয়ে ছাদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছি।”

রাজনৈতিক অঙ্গনসহ গোটা দক্ষিণ সুরমা জুড়ে এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে একজন সৎ ও সদালাপী মানুষকে হারিয়ে তারা গভীরভাবে মর্মাহত।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন