গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম নাছিরুল ইসলাম মঞ্জু (৪১)। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের মোছাব্বির আহমদ মছবের ছেলে এবং ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
রবিবার (১৯ অক্টোবর) গভীর রাতে ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে মঞ্জুকে আটক করে।
তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নং-০৩, তারিখ ০৩/০৩/২০২৫, জিআর-৪৬/২০২৫, ধারা ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”
