মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা বন্ধ করছিলেন। এ সময় মসজিদের ভেতরে থাকা বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষুব্ধ হয়ে ধমক দিতে থাকেন এবং একপর্যায়ে মুয়াজ্জিনের ওপর চড়াও হন।
ঘটনার পর খবর পেয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে বক্তারা অভিযুক্ত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিবাদের একপর্যায়ে জয়নাল চৌধুরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে পুলিশ বলছে, তাকে হেফাজতে নেওয়া হয়নি।
মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, “আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ জয়নাল সাহেব এসে রেগে যান এবং ধমক দেন। কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন অপমান পাইনি।”
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা বিষয়টি সংশোধন করে আবার আসবেন বলে গেছেন। পুলিশ এখনো কাউকে হেফাজতে নেয়নি।”
