সিলেট নগরে রাস্তার সংযোগস্থলে পার্কিং নিষিদ্ধ



যানজট নিরসনে এসএমপি’র নতুন নির্দেশনা

সবুজ প্রান্ত ডেস্ক ::
সিলেট নগরীতে যানজট কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নগরের যেকোনো রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে সব ধরনের পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।



চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসএমপি’র উদ্যোগ
নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের মোড়ে, মার্কেটের সামনে ও ফুটপাতে যানবাহন রেখে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল। নতুন নির্দেশনা কার্যকর হলে এই বিশৃঙ্খলা কমে আসবে বলে মনে করছেন নগরবাসী।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই লেনের সড়কে কোনো ধরনের যানবাহন পার্ক করা যাবে না। পাশাপাশি নির্ধারিত পার্কিং স্থানে কেবল এক লাইনে অনুমোদিত সংখ্যক গাড়ি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিলেট মহানগর পুলিশ আইন ২৭(১) ধারায় ফুটপাত বা সড়কে যানবাহন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপি’র বক্তব্য

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন—

“নগরের শৃঙ্খলা ও জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট অনেকটা কমে আসবে বলে আমরা আশাবাদী।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন