বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি গঠন


স্টাফ রিপোর্ট 


বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলা ও মহানগর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। পৃথকভাবে গঠিত ১৭ সদস্য বিশিষ্ট দুটি কমিটিকে অনুমোদন দিয়েছেন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট মোর্শেদা বেগম লিপি।

সিলেট জেলা কমিটিতে সভাপতি হয়েছেন সিলেট বারের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন আহমদ।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. সোলায়মান কবির ও সিনিয়র অ্যাডভোকেট আলী হায়দার, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়সাল আহমদ বাবলু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ খান, প্রচার সম্পাদক আব্দুল বাছিত মিলন, অর্থ সম্পাদক সাংবাদিক শেখ আব্দুল মজিদ।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রবীণ আইনজীবী আব্দুল মান্নান, শাহীন আহমদ খান, সাবেক কাউন্সিলর জামাল আহমদ, এম. ওয়াদুল ইসলাম, শিক্ষক মো. বোরহান উদ্দিন, আনসার উদ্দিন সাইফ, ফারহানা শাহীন খান, সাংবাদিক এনামুল হক রেনু ও এস. এম. জহুরুল ইসলাম।

অন্যদিকে, সিলেট মহানগর কমিটিতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক আনাস হাবিব কলিন্স।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ উসমান গণি ও মো. মতিউর রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ খান, দপ্তর সম্পাদক সাংবাদিক মাওলানা খলিলুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক জাবির আহমদ নোমান।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আমিনুর রশিদ, মাজেদা বেগম চৌধুরী, অ্যাডভোকেট জাকিয়া জালাল, অ্যাডভোকেট নূর আহমদ, মো. আবুল ফয়েজ, অ্যাডভোকেট আমিনুল হক খান, তোফায়েল আহমদ তুহিন, স্বাধীন সরকার ও আব্দুর রহমান খান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন