“মূল লক্ষ্যে পৌঁছে জীবন আলোকিত করতে”—এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে শুরু হলো স্মার্ট পাঠশালার যাত্রা।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সিলেট বিভাগের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্মার্ট পাঠশালার সফটওয়্যারভিত্তিক ডিজিটাল সেবার আওতায় আসে এ বিদ্যালয়টি। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অভিভাবক সমাবেশে স্মার্ট পাঠশালার সেবাসমূহ নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি আব্দুল বারী এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাদ ঊজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা একাডেমিক সুপারভাইজার রীমা দাস, বিদ্যালয়ের ভূমিদাতা ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, দক্ষিণ সুরমা একতা একাডেমির প্রধান শিক্ষক এরানুল হক ইমরান এবং সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শাহাব ঊদ্দিন শিহাব।
অনুষ্ঠানে স্মার্ট পাঠশালার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুমন শুভ ও সহকারী প্রশিক্ষক আবু রায়হান শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সফটওয়্যার ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
