নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানা গেছে।
রবিবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য পাওয়া যায়।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন পর্যন্ত দুদক মূলত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালায়। কিন্তু বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও নানা অনিয়ম রয়েছে। এসব অনিয়ম রোধে দুদকের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার বিষয়টি আলোচনায় আছে।’
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকেও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত এসেছে। শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
