বিশ্বনাথ প্রতিনিধি:
দীর্ঘ ২৭ বছর পর আবারও একত্র হলেন বিশ্বনাথ উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই আবেগঘন মিলনমেলার।
অনুষ্ঠানে যেন ফিরে এসেছিল বিদ্যালয়ের মাঠ, করিডোর আর ছেলেবেলার হাসি-আলাপের কোলাহল। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বিদ্যাপীঠে শিক্ষাজীবন কাটানো সহপাঠীরা ২৭ বছর পর একে অপরের সঙ্গে দেখা করে আবেগে আপ্লুত হন।
বিকেলের পর থেকেই একে একে প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত হতে থাকেন। হাসি, আলাপ আর উষ্ণ কোলাকুলিতে মিশে যায় দীর্ঘ বিচ্ছেদের আবেগ। কেউ প্রবাসে, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক—সবাই এখন জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত।
সহপাঠী মশিউর, ইকবাল ও নাসেরের উদ্যোগে আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এই মিলনমেলা পরিণত হয় এক নস্টালজিক হৃদয়ের উৎসবে। উপস্থিত শিক্ষার্থীরা স্মৃতিচারণা করেন, হাসেন, গল্প করেন এবং ভবিষ্যতে প্রতি বছর এমন পুনর্মিলনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।