ইপসা’র প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রি অর্জন

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কনভোকেশন অনুষ্ঠানে পিএইচডি ডিগ্রি গ্রহণ করছেন ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান।

ইপসা (Young Power in Social Action – YPSA)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, কলকাতা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ কনভোকেশন অনুষ্ঠানে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, ডীন প্রফেসর ড. তৃপ্তি চক্রবর্তী, কন্ট্রোলার অব এক্সামিনেশনস প্রফেসর ড. ভাস্বতী মিত্র এবং স্কুল অব ম্যানেজমেন্টের প্রধান প্রফেসর ড. অনুপ ঘোষ।

ড. মোঃ আরিফুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামাজিক উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, যুব নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর এই একাডেমিক অর্জনকে সামাজিক পরিবর্তন ও উন্নয়নমূলক কর্মযজ্ঞে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন