বিশ্বনাথ প্রতিনিধি
স্বামীর ঘরে উঠতে ঘরের বারান্দায় দু’দিন ধরে অনশন করছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক অন্তঃসত্ত্বা তরুণী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের কাতারপ্রবাসী আরিফ উদ্দিনের (২৫) বাড়ির বারান্দায় অবস্থান করছেন তাঁর স্ত্রী রিফা বেগম (১৮)।
বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, রিফা এখনও স্বামীর বাড়ির বারান্দায় অবস্থান করছেন। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও রিফার অনড় অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
রিফা বেগম একই গ্রামের সমুজ আলীর মেয়ে। তিনি জানান, আরিফ আগে সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। পরিচয় থেকে প্রেম, এরপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে রিফা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, যা পরে আরিফকে জানালে স্থানীয়দের উপস্থিতিতে গত ৪ জুলাই কাজী ডেকে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে উভয় পরিবারই বিয়েটি মেনে নেয়নি।
এরপর দম্পতি স্থানীয় এক কলোনিতে বসবাস শুরু করেন এবং চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত একসঙ্গে ছিলেন। দু’দিন পর আরিফ নিখোঁজ হয়ে গেলে রিফা জানতে পারেন, তিনি কাতার পাড়ি দিয়েছেন। পরে মঙ্গলবার সকালে স্বামীর বাড়িতে গিয়ে উঠতে চাইলে আরিফের পরিবারের সদস্যরা তাঁকে ঘরে ঢুকতে দেননি। ফলে তিনি ঘরের বারান্দায় বসেই অনশন শুরু করেন।
আরিফের বড় ভাই মিছবাহুর রহমান বলেন, ‘আমাদের অবাধ্য হয়ে সম্পর্ক করে বিয়ে করায় আমার পিতা স্ট্যাম্পে লিখিতভাবে আরিফকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তাঁর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই মেয়েকে আমরা ঘরে উঠতে দেবো না।’
রামপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মখন মিয়া বলেন, ‘শুনেছি, ছেলেটিকে পারিবারিকভাবে বিদেশ পাঠানো হয়েছে। মেয়েটি বিষয়টি জানার পর মঙ্গলবার সকাল থেকে তাদের বাড়িতে অনশন করছে। ছেলের পরিবার জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে বসবে; তবে এখনও কোনো উদ্যোগ নেয়নি।’
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মেয়েটি স্বামীর ঘরে উঠতে অনড়। তিনি যদি আইনি সহায়তা চান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’