বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দোয়ারাবাজারে প্রদর্শনী ও আলোচনা সভা


দোয়ারাবাজার প্রতিনিধি
‘হাত ধোয়ার নায়ক হোন’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, উপজেলা বিআরডিবি অফিসার শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চনন কুমার সানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি সহজ অভ্যাস হলেও এটি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন