সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাদাপনিয়া গ্রামের সন্তান মোহাম্মদ আশরাফুর রহমান ইংল্যান্ডের লুটন শহরের ড্যালো প্রাইমারি স্কুলের প্যারেন্টস গভর্নর পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আগামী চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
মরহুম আলহাজ্ব ডা. শামস উদ্দিন আহমদের তৃতীয় পুত্র আশরাফুর রহমান বর্তমানে ইংল্যান্ডে প্রবাসী। তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দেশে থাকাকালে তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও একটি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার এই অর্জনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আশরাফুর রহমান সকলের দোয়া ও শুভকামনা কামনা করেছেন।