‘হাত ধোয়ার নায়ক হোন’— এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এটি সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর অভ্যাস।”
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজীর সভাপতিত্বে ও ধ্রুবরাজ চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম মুন্না, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুহিবুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী আজাদ কাজী স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।
‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’— এ প্রতিপাদ্য তুলে ধরে জানানো হয়, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়। হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুলে জীবাণুর সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। ছোট একটি অভ্যাস— কিন্তু এটি বড় সুরক্ষা।