জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ আনোয়ার হোসেন খান শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা জালাল উদ্দিন, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, জকিগঞ্জ সদর ইউনিয়নের সেক্রেটারি মিসবাহুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজীর আহমদ আফজল, কোষাধ্যক্ষ ফজল আহমদ প্রমুখ।