বাবুরবাজারে জামায়াতে ইসলামি প্রার্থী আনোয়ার হোসেন খানের গণসংযোগ


জকিগঞ্জ প্রতিনিধি


সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ আনোয়ার হোসেন খান শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ উপজেলার বাবুরবাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা জালাল উদ্দিন, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার লস্কর, জকিগঞ্জ সদর ইউনিয়নের সেক্রেটারি মিসবাহুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির সভাপতি নাজীর আহমদ আফজল, কোষাধ্যক্ষ ফজল আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন