জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বল জনসচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানিয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জকিগঞ্জ গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “আটগ্রাম-জকিগঞ্জ সড়কটি প্রতিদিন দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে। প্রতিনিয়ত প্রাণহানি ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রশিক্ষণহীন ড্রাইভার ও ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি লাইসেন্স প্রদানে অনিয়ম বন্ধ করে সচেতন নাগরিক তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজাদুর রহমান।
প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক এখলাসুর রহমান, দিলাল আহমদ, ইসমাইল হোসেন ও শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদন চন্দ্র বিশ্বাস ও আব্দুস শহিদ শাকির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমান, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কণিকা রাণী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবাইয়া সিদ্দিকা রিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহমিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমদ, কার্যকরী সদস্য হাবিব আহমদ, জান্নাতুল ফেরদৌস মিম, জামিলা বেগম, সানি আহমদ, ফয়ছাল আহমদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি স্টেশনে গিয়ে ড্রাইভার ও যাত্রীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা, সিগন্যাল ব্যবহারের নির্দেশনা ও ট্রাফিক শৃঙ্খলা বিষয়ে প্রচারণা চালানোর জন্য বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
