সিলেটে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

মানবতাবিরোধী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি


স্টাফ রিপোর্ট 

তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২৪ অক্টোবর, শুক্রবার বাদ জুমা নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের টঙ্গীতে একজন ইমামকে অপহরণের চেষ্টা ও আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির কর্মীরা ধর্ষণসহ নানা অপরাধে জড়িত। বক্তারা প্রশ্ন তোলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন মানবতাবিরোধী সন্ত্রাসী সংগঠন কীভাবে এত দুঃসাহস পায়?

তারা বলেন, “ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় তালামীযে ইসলামিয়া আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ এবং সঞ্চালনা করেন সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মুফতি বেলাল আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন