নিজস্ব প্রতিবেদক, সিলেট
অন্যের নামে কেনা টিকিটে ট্রেনে ভ্রমণের অপরাধে ২০ জন যাত্রীকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব ও শিহাব সারোয়ার অভি যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তারা ট্রেনযাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করেন। এ সময় টিকিটে যাত্রীর নামের অমিল এবং এনআইডি কার্ড না থাকায় ২০ জন যাত্রীকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
অভিযানে রেলওয়ে কর্মী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারোয়ার অভি জানান, টিকিট জালিয়াতি ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এর আগে গত ১৬ অক্টোবর সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত এক জরুরি সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঘোষণা দেন—২৪ অক্টোবর থেকে সিলেটে ট্রেন ভ্রমণে যাত্রীর নিজস্ব নামে টিকিট বাধ্যতামূলক করা হবে।
তিনি বলেন, “প্রথমদিকে কিছু ভোগান্তি হলেও টিকিট কালোবাজারি বন্ধে এর বিকল্প নেই। একজনের টিকিটে অন্যজন ভ্রমণ বন্ধ করতে পারলেই কালোবাজারি রোধ সম্ভব হবে।”
উল্লেখ্য, সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি দীর্ঘদিনের সমস্যা। সম্প্রতি ঢাকা–সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনযাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। অভিযোগ রয়েছে, এর বড় অংশ কালোবাজারিদের দখলে চলে যায়।