বিশ্বনাথ প্রতিনিধি:
মামলার হাজিরা দিতে গিয়ে মৌলভীবাজার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক ব্যক্তি।
নিখোঁজ ব্যক্তির নাম খুরশিদ আলী, তিনি বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার তিনি মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা দিতে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের দাবি, খুরশিদ আলীকে হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবার দ্রুত তাকে উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।