দেশে ১ ও ২ টাকার কয়েন বৈধ মুদ্রা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা



নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে দেশের কিছু এলাকায় ১ ও ২ টাকার কয়েন গ্রহণ না করার প্রবণতা দেখা গেছে— যা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

গত ১৫ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ও ২ টাকার কয়েন আইনি মুদ্রা এবং এগুলো গ্রহণ না করা বা লেনদেনে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ। সরকারি কোষাগার ও সব ব্যাংক লেনদেনে এই কয়েন গ্রহণ করতে বাধ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থে আইনানুগভাবে এই কয়েন গ্রহণের জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (কমিউনিকেশন ও পাবলিকেশন) এবং সহকারী মুখপাত্র সায়েদা খানম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন