জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন


জকিগঞ্জ প্রতিনিধি

জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (১৫ অক্টোবর) স্থানীয় সোনাসার বাজারের সৌদিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরে সম্প্রতি প্রবাসী নোমান উদ্দিন হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিও জানান।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কাওছার আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন—উপদেষ্টা আব্দুস সাত্তার, সহ-সভাপতি কয়েছ আহমদ ও লোকমান উদ্দিন তালুকদার নেজাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও কাওছার আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাবেক মেম্বার ও ব্যবসায়ী আব্দুল আজিজ, ব্যবসায়ী কাজী সিহাবুল হক, সমাজকর্মী নাজির আহমদ, যুব সংগঠক লুতফুল রহমান জিসান, আফজাল, সোনার বাজারের ব্যবসায়ী ও মুরব্বিয়ান প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই কেক কেটে সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন