জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (১৫ অক্টোবর) স্থানীয় সোনাসার বাজারের সৌদিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরে সম্প্রতি প্রবাসী নোমান উদ্দিন হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিও জানান।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কাওছার আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন—উপদেষ্টা আব্দুস সাত্তার, সহ-সভাপতি কয়েছ আহমদ ও লোকমান উদ্দিন তালুকদার নেজাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও কাওছার আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাবেক মেম্বার ও ব্যবসায়ী আব্দুল আজিজ, ব্যবসায়ী কাজী সিহাবুল হক, সমাজকর্মী নাজির আহমদ, যুব সংগঠক লুতফুল রহমান জিসান, আফজাল, সোনার বাজারের ব্যবসায়ী ও মুরব্বিয়ান প্রমুখ।
সভা শেষে উপস্থিত সবাই কেক কেটে সংগঠনের বর্ষপূর্তি উদযাপন করেন।