গোয়াইনঘাটে এবার ফলাফলের শীর্ষে তোয়াকুল কলেজ


গোয়াইনঘাট প্রতিনিধি:

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ আবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান অর্জন করেছে।

উপজেলার সব কলেজের মধ্যে এবারও সেরা ফলাফল করেছে তোয়াকুল কলেজ। এইচএসসি পরীক্ষায় কলেজটির ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ২৫ শতাংশ। সামগ্রিকভাবে এবারের ফলাফল বিপর্যয়ের মধ্যেও তোয়াকুল কলেজের এই সাফল্য শিক্ষাঙ্গনে প্রশংসিত হয়েছে।

জানা যায়, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত চারবার উপজেলায় সেরা ফলাফল অর্জনের গৌরব অর্জন করেছে তোয়াকুল কলেজ। ধারাবাহিক এ সাফল্যে কলেজটি গোয়াইনঘাটে শিক্ষার মানোন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার বলেন, “এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, কলেজ পরিচালনা কমিটির সহযোগিতা, অভিভাবকদের উৎসাহ এবং এলাকাবাসীর সার্বিক সহায়তা এ অর্জনকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন