গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল


গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে ফাহিম হত্যা মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

বুধবার গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৫ তারিখে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাই ফাহিম আহমদকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে দ্রুত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকাল ৮টার দিকে ফাহিম মারা যান।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ, পিপিএম তদন্ত শেষে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকার জিলাল উদ্দিনের ছেলে সাঈদ আহমদ (২৩), মাহিদ আহমদ (১৯) ও তাদের মা কুলসুমা বেগম (৪৬)-এর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, “হত্যা মামলার তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা আশা করি, নিহত ফাহিমের পরিবার আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন