ইলিয়াসপত্নী লুনাকে প্রার্থী দেখতে চায় বিশ্বনাথ বিএনপি


বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায় বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলিয়াসপত্নী লুনা ছাড়া অন্য কাউকেই প্রার্থী হিসেবে মানবেন না’—এমন ঘোষণা দিয়েছে পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় এই ঘোষণা দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। সভায় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুপস্থিতিতে দীর্ঘ ১৭ বছর ধরে তাহসিনা রুশদীর লুনা দলকে ঐক্যবদ্ধ রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি শুধু ইলিয়াস আলীর সহধর্মিণী নন, বরং এই অঞ্চলে বিএনপির প্রতীকী শক্তির প্রতিচ্ছবি। বক্তারা শান্তিপূর্ণভাবে দলের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।


সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন