সহীহ তেলাওয়াত চর্চায় প্রতিযোগিতা দ্বীনি উন্নতির সোপান
আল্লামা মুফতি গিয়াস উদ্দিন ফুলতলী
জকিগঞ্জ প্রতিনিধি
দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামীর চেয়ারম্যান ও শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, “পবিত্র কোরআন হলো ঐশী আলো, যে আলো ছাড়া তমসাচ্ছন্ন দুনিয়া কখনো আলোকিত হতে পারে না।” মহান আল্লাহ যেমন মহান, তাঁর কালাম—পবিত্র কোরআনও তেমনই মহান। কোরআনের একটি হরফও পরিবর্তিত হয়নি, কিয়ামত পর্যন্ত কেউ তা পরিবর্তন করতে পারবে না।
শনিবার (২৫ অক্টোবর) সকালে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত এক বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা গিয়াস উদ্দিন ফুলতলী বলেন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর একটি মকবুল খেদমত। সহীহভাবে কোরআন তেলাওয়াত শেখা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। এ লক্ষ্যে প্রবাসী সংগঠন নাজাত ফাউন্ডেশন-এর মহৎ উদ্যোগ প্রশংসনীয়। আল্লাহ যাকে ভালো কাজে সম্পৃক্ত করেন, তা তাঁর জন্য বিশেষ অনুগ্রহ ও সৌভাগ্যের বিষয়। ভালো মানুষের সংস্পর্শে গেলে মানুষ নিজের জীবন সঠিক পথে পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন, “সহীহ তেলাওয়াত চর্চার মতো কল্যাণকর প্রতিযোগিতা ইসলামে বৈধ ও প্রশংসনীয়। এসব প্রতিযোগিতা দ্বীনি কাজের প্রসারে ভূমিকা রাখে। যে ব্যক্তি কোনো ভালো কাজের রীতি চালু করে, তার জীবদ্দশা ও মৃত্যুর পরও সে সওয়াব পেতে থাকে যতদিন না সেই কাজ চলমান থাকে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমাদ উদ্দীন এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা ফদ্বলুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাওলানা ময়নুল হক।
বিশেষ অতিথি ছিলেন—জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড জকিগঞ্জ শাখার সভাপতি হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন সিদ্দিকী, নাজাত ফাউন্ডেশনের পরিচালক ওয়াহিদুর রহমান তারেক, মো. আব্দুল মজিদ, শিব্বির আহমদ মাসুম, হিফজুল কোরআন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আলী হোসেন, এবং ইউনিয়ন আল-ইসলাহর দায়িত্বশীল মাওলানা কবির আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন নবীগঞ্জ কদুরবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী (শিঙ্গাইরকুড়ী), লতিফিয়া ক্বারী সোসাইটি বীরশ্রী-জকিগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হাবীব উল্লাহ মিসবাহ।
অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট দুই উপজেলার শতাধিক মেধাবী শিক্ষার্থীর মধ্যে রাবে ও খামিছ শ্রেণির শিক্ষার্থীদের ১,৫০০ টাকা এবং আউয়াল থেকে ছালিছ পর্যন্ত শিক্ষার্থীদের ১,২০০ টাকা করে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, “নাজাতের আশে—মানবতার পাশে” এই স্লোগান নিয়ে জকিগঞ্জ উপজেলার প্রবাসী যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠিত নাজাত ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক খেদমতে নিয়োজিত রয়েছে। সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা কামাল আহমদ।
