সিলেটে রেললাইন থেকে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার


এমদাদুর রহমান চৌধুরী জিয়া

সিলেটের শিববাড়ি এলাকায় রেললাইনের ওপর থেকে মতিউর রহমান (২৬) নামের এক যুবকের মস্তক দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

নিহত মতিউর রহমান জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের কুটি মিয়ার ছেলে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ভোরের দিকে সিলেটগামী উদয়ন ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) প্রকাশ রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পারিবারিক কলহের কারণে মতিউর রহমান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, এর আগে তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সর্বশেষ গতকাল (২১ অক্টোবর) রাতে উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

এদিকে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি গভীর রাতের কোনো এক সময় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। “আমরা সহযোগিতা করে লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি,” বলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতরপূর্বতন