মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন - রুকুব উদ্দিন (৩০), ইমরানা বেগম (২০), মোস্তফা আহমদ (৩৮), আবু হানিফ (২৮) ও সাইদুল ইসলাম (২৫)। তাঁদের সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ও ৮৭ ধারায় মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এক কর্মকর্তা।
পুলিশ জানায়, তালতলার হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্টদের আটক এবং হোটেলটি সিলগালা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দায়িত্ব গ্রহণের পরই মহানগর এলাকার সব হোটেল মালিকদের সঙ্গে সভা করে বিধি মেনে হোটেল পরিচালনা ও কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ না করার জন্য সতর্ক করেছিলেন।
এর আগে গত ১৩ অক্টোবর সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার ‘সিলেট রেস্ট হাউস’ নামের আরেকটি হোটেল অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলগালা করা হয়।
