কাজলশাহ ইউনিয়নে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের শাখা উদ্বোধন


জকিগঞ্জ প্রতিনিধি ::

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের কাজলশাহ ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় স্থানীয় রতনগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি আলহাজ্ব চেরাগ আলী। বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা ও কুয়েত প্রবাসী সুলাইমান আহমেদ, মোহনা সাহিত্য পরিষদের সভাপতি শিপুল আমিন চৌধুরী, জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ সরকার, প্রবাসী ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ ডা. হাবিবুল্লাহ মিছবাহ এবং বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক সুজন আহমদ।

সংগঠনের সহ-সভাপতি আলী আহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুজাহিদ আহমেদ জিহাদী। স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মইন উদ্দিন মনই।

বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্য ও মানবিক কার্যক্রম জকিগঞ্জের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন